মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০ || ০৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুই ডোজ মিলিয়ে ৬ লাখের বেশি টিকা প্রয়োগ

স্পটলাইট ডেস্ক

০০:৪০, ১১ অক্টোবর ২০২১

৪০৮

দুই ডোজ মিলিয়ে ৬ লাখের বেশি টিকা প্রয়োগ

এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ
এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ

চলতি বছরের ২৭ জানুয়ারি ২১ জনকে দিয়ে শুরু হওয়া টিকাদান কর্মসূচি পৌঁছেছে বিশাল পরিসরে। রবিবার (১০ অক্টোবর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৬ লাখ ১০ হাজার ২১৫ ডোজ টিকা।  

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এরমধ্যে ৫ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৪৬১ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে এক কোটি ৪৮ লাখ ৪২ হাজার ৯৫৯ ডোজ । 

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ১৪০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৮১ লাখ ৩০ হাজার ৩২১ জন।

অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হচ্ছে দেশজুড়ে। রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে-

  • রবিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৫ হাজার ৭৬৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৫২৪ জনকে।
  • এর পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৭০২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৫ জনকে।
  • এছাড়া সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৮০ হাজার ৮৫৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৮৬ হাজার ৬১০ জন। 
  • মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৯ হাজার ৮৭৪ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮২২ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৩০ লাখ ৬২ হাজার ১০৪ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রয়োগ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেওয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত