অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশের করোনা পরিস্থিতি ভালো না

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৬:০২ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার

শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ

শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ

দেশে করোনাক্রান্তের সংখ্যা সামান্য কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। 

বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতের হিসেবে ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন। গত দেড় মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ৩ মে ৬৫ জনের মৃত্যুর কথা জনিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল বুধবার এই সংখ্যা ছিল ৬০, মঙ্গলবার ৫০, সোমবার ৫৪,  রবিবার ছিল ৪৭ আর আগের দিন শনিবার ৩৯  এবং  শুক্রবার ৪৩ জন করোনাক্রান্ত হয়ে মারা গেছেন।

আর অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৪,৮৭১ হাজার পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩,৮৪০ জন। 

**২৪ ঘন্টায় শনাক্তের হার ১৬.৬২, তিন শিশুসহ মৃত্যু বেড়ে ৬০

শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ। গতকাল বুধবার শনাক্তের হার ছিল ১৬.৬২।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ১৩ হাজার ৩৪৫ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৮ লাখ ৪১ হাজার ৮৭ জন।

  • ২৪ ঘণ্টায় মৃত্যু : ৬৩
  • মোট মৃত্যু: ১৩ হাজার ৩৪৫
  • শনাক্ত : ৩,৮৪০
  • মোট শনাক্ত: ৮ লাখ ৪১ হাজার ৮৭
  • নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ২৪ হাজার ৮৭১
  • শনাক্তের হার: ১৫.৪৪ শতাংশ

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ৪৬ জন এবং ৯ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ৮ জনের মৃত্যু হয়েছে বাসায়।

মৃতদের মধ্যে ১০ জন ঢাকার, ১১ জন চট্টগ্রামের, ১৩ জন রাশাহীর, ২০ জন খুলনায়, রংপুর সিলেট ও ময়মনসিংহে ২ জন করে এবং ৩ জন বরিশালের বাসিন্দা।

ঢাকা: ১০
চট্টগ্রাম: ১১
রাজশাহী: ১৩
খুলনা: ২০
রংপুর: ২
সিলেট: ২ 
ময়মনসিংহ: ২
বরিশাল: ৩

গেলো ২৪ ঘণ্টাতে পুরুষের মৃত্যুর হার নারীর তুলনায় বেশি।
পুরুষ: ৪৫
নারী:  ১৮

বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ৩১ জন ষাটোর্ধ্ব, ১৫ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আরও ৭ জনের বয়স ৪১-৫০ ও ৩১-৪০ এর মধ্যে, ১ জনের বয়স ২১-৩০ এর মধ্যে। ১১-২০ এর মধ্যে ২ জনের বয়স।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪১ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬।