বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাশিয়ার পুতিনকে ‘দ্বন্দ্বযুদ্ধ’-এ আহ্বান জানালেন ইলন মাস্ক

সাতরং ডেস্ক

২২:২৬, ১৪ মার্চ ২০২২

৫৯৪

রাশিয়ার পুতিনকে ‘দ্বন্দ্বযুদ্ধ’-এ আহ্বান জানালেন ইলন মাস্ক

ইউক্রেন ইস্যুতে টেসলা ও স্পেইসএক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৪ মার্চ) টুইটারে পুতিনের উদ্দেশে এ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মাস্ক। সেখানে পণ হিসেবে তিনি ইউক্রেনকে রাখেন।

'এতদ্বারা আমি ভ্লাদিমির পুতিনকে একক লড়াইয়ে আহ্বান জানালাম,' এমনটা টুইটারে লিখেন এই শতকোটিপতি।

এ সময় মাস্ক পুতিনের নাম সিরিলিক অক্ষরে লিখেন।

নিজের ওই টুইটে আরেকটি রিপ্লাইয়ে রাশিয়ার প্রেসিডেন্টের টুইটার পাতাকে ট্যাগ করে রাশিয়ান ভাষায় মাস্ক জিজ্ঞেস করেন, 'আপনারা কি এ যুদ্ধে রাজি হবেন?'

এর আগে মাস্ক ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। একইভাবে তিনি রাশিয়ার যেসব মানুষ এ যুদ্ধ চায় না, তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অবশ্য রাশিয়ান সংবাদমাধ্যমগুলোকে স্টারলিংক সেবা থেকে ব্লক করেননি মাস্ক।

সূত্র: গ্রিক রিপোর্টার ও মাস্কের টুইট

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank