শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যেসব পশ্চিমা প্রতিষ্ঠান এখনো রাশিয়ায় ব্যবসায় বজায় রেখেছে

সাতরং ডেস্ক

১৮:৩৬, ১১ মার্চ ২০২২

৫২৮

যেসব পশ্চিমা প্রতিষ্ঠান এখনো রাশিয়ায় ব্যবসায় বজায় রেখেছে

রাশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান তাদের পরিষেবা বন্ধ করলেও কিছু সংখ্যক কোম্পানি এখনো তাদের সেবা বজায় রেখেছে।

এগুলোর মধ্যে রয়েছে বার্গার কিং, এলি লিলি, পেপসিকো ইত্যাদি।

বার্গার কিং একটি ফাস্টফুডের দোকান। এলি লিলি রাশিয়ায় ঔষধ বিক্রি করে। পেপসিকো একটি তরল পানীয় বিক্রির প্রতিষ্ঠান।

পেপসিকো এখন কেবল দেশটিতে দুধ, ও বাচ্চাদের খাবার বিক্রি করছে। এটি রাশিয়ায় কোল্ড ড্রিংকস বিক্রি বন্ধ করে দিয়েছে।

এসব কোম্পানি বলছে তাদেরকে এসব প্রতিষ্ঠানের স্থানীয় মালিক ও কর্মীদের কথাও ভাবতে হচ্ছে।

এছাড়া তারা চায় না খাবার, ওষধ ইত্যাদি সরবরাহ বন্ধ করে সাধারণ রাশিয়ানদের কষ্ট দিতে।

যুদ্ধ শুরু হওয়ার পর প্রাথমিকভাবে অনেক বহুজাতিক কোম্পানি রাশিয়াতে ব্যবসায় চালিয়ে গিয়েছিল। কিন্তু এরপরে পরিস্থিতি খারাপ হওয়ায় ও সহিংসতা বেড়ে যাওয়ায় এসব প্রতিষ্ঠান ব্যবসায় গুটিয়ে ফেলে দেশটি থেকে।

এখন পর্যন্ত প্রায় ৩০০ কোম্পানি রাশিয়ায় তাদের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করেছে।

সূত্র: আল জাজিরা

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank