বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ২৮, আহত দেড় শতাধিক

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:৪৬, ৩০ জানুয়ারি ২০২৩

১৯৮

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ২৮, আহত দেড় শতাধিক

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের পুলিশ লাইন্স মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।

স্থানীয় সময় সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টা ৪০ এর দিকে বিস্ফোরণ ঘটে।

পুলিশ কর্মকর্তা সিকান্দার খান সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যে মসজিদে বিস্ফোরণটি ঘটেছে যেখানে অনেক মুসল্লি যোহরের নামাজের জন্য জড়ো হয়েছিলেন।

লেডি রিডিং হাসপাতালের (এলআরসি) মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পুলিশ, সেনা এবং বোম্ব ডিজপোজাল ইউনিট ঘটনাস্থলে ছুটে এসেছে।

শক্তিশালী বিস্ফোরণে ভবনের একাংশ ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন চাপা পড়েছে বলে জানা গেছে। যারা নামাজের জন্য দাঁড়িয়েছিলেন তাদেরই কয়েকজন চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। হতাহত বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

কী কারণে বিস্ফোরণ ঘটেছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন। এটি কোন বোমা অথবা আত্মঘাতী হামলা নাকি তা জানা যায়নি। কোনও গোষ্ঠী এখনও দায় স্বীকার করেনি।

সূত্র: আল জাজিরা

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত