শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিউজিল্যান্ড ফের করোনামুক্ত, আর মাস্ক পরতে হবে না

০৯:৩২, ৮ অক্টোবর ২০২০

১৬৩১

নিউজিল্যান্ড ফের করোনামুক্ত, আর মাস্ক পরতে হবে না

আবারও করোনা মুক্ত হয়েছে নিউজিল্যান্ড। এবার তারা বলছে, দেশ থেকে চিরতরে বিদায় করা হয়েছে এই ভাইরাসকে। জসিন্ডা অরডার্নের দেশে এখন সবাই মাস্ক ছাড়াই পারবে ঘুরে বেড়াতে। নেই জনসমাগম, ঘুরতে-বেড়াতে যেতে বাধা। তবে যখনই কেউ অসুস্থ বোধ করবে, হাসপাতালকে জানাবে, দ্রুত টেস্ট করিয়ে নেবে, এবং ঘরে থাকবে, এই হচ্ছে নির্দেশনা। 

দুই মাস আগে নিউজিল্যান্ড করোনা ভাইরাসমুক্ত ঘোষণা করেছিলো নিজেকে। আগস্টের সেইদিনটির কথা অনেকেরই মনে আছে। প্রধানমন্ত্রী জসিন্ডা অর্ডার্ন, সেদিন বলেছিলেন, আমি একটু নেচে উঠেছিলাম। তবে তার দিন কয়েকের মধ্যেই অকল্যান্ডে ফের দেখা দিলো কোভিড। সেই থেকে শুরু দ্বিতীয় লড়াই। এই লড়াইয়েও জিতলেন জসিন্ডা। গত টানা ১০ দিনে নিউজিল্যান্ড একটিও নতুন কোভিড-১৯ এর সংক্রমণের ঘটনা নেই। এবং দেশটি ভাবছে তারা চিরতরেই বিদায় করতে পেরেছে করোনা ভাইরাসকে।

বুধবার অকল্যান্ড থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নিয়েছ। জনগণকে আর বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে না। তবে প্রত্যেককেই কে কোথায় কখন যাচ্ছে, কার সঙ্গে মিশসে তার রেকর্ড রাখতে হবে। নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে। আর কেউ কখনো অসুস্থ বোধ করলে ঘরে থাকবে এবং ভাইরাস টেস্ট করিয়ে নেবে। তবে প্রায় সকল বিদেশির জন্য নিউজিল্যান্ডের সীমান্ত থাকবে বন্ধ।

এদিকে আগামী সপ্তাহে একটি নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী জসিন্ডা অরডার্ন। তিনি বলেছেন, ভাইরাসটি স্থানীয়ভাবে বিস্তার না হওয়ার সম্ভাবনা এখন ৯৫ শতাংশ।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত