শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কম কার্বন নির্গত করে এমন বিমান তৈরি করছে নাসা এবং বোয়িং

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:১০, ২০ জানুয়ারি ২০২৩

৩১৪

কম কার্বন নির্গত করে এমন বিমান তৈরি করছে নাসা এবং বোয়িং

মার্কিন মহাকাশ সংস্থা নাসা একটি পরবর্তী প্রজন্মের বাণিজ্যিক বিমান তৈরি করতে বিমানচালনা জায়ান্ট বোয়িংয়ের সাথে যৌথভাবে কাজ করছে। এই বিমান কম কার্বন কার্বন নির্গত করবে। নাসা, যার পরিধিতে অ্যারোনটিক্যাল গবেষণাও অন্তর্ভুক্ত রয়েছে, ‘সাসটেইন্যাবল ফ্লাইট ডেমোনস্ট্রেটর’ (এসএফডি) প্রকল্পে সাত বছরে নাসা ৪২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ সময় বোয়িং এবং এর অংশীদাররা আনুমানিক ৭২৫ মিলিয়ন ব্যয় করবে৷

নাসার প্রধান বিল নেলসন বলেছেন, এর লক্ষ্য হল ভবিষ্যতের বাণিজ্যিক বিমান তৈরি করা যা ‘পরিবেশ, বাণিজ্যিক বিমান শিল্প এবং বিশ্বব্যাপী যাত্রীদের জন্য সুবিধাসহ আরও জ্বালানী সাশ্রয়ী’ হবে।

নেলসন বুধবার এক বিবৃতিতে বলেন, ‘যদি আমরা সফল হই, তাহলে আমরা এই প্রযুক্তি গুলোকে বিমানে দেখতে পাব। এই বিমান ২০৩০ এর দশকে আকাশে যাত্রী পরিবহন করবে।’

চুক্তিতে নাসা এবং বোয়িংকে একটি পূর্ণ-স্কেল একক-আইল ডেমোনস্ট্রেটর বিমান তৈরি, পরীক্ষা এবং উড়ানোর আহ্বান জানানো হয়েছে।

বোয়িং বলেছে, ‘এসএফডি প্রোগ্রামের অংশ হিসেবে প্রদর্শিত এবং পরীক্ষিত প্রযুক্তিগুলো ভবিষ্যতের ডিজাইনগুলোকে যুক্ত করবে এবং যুগান্তকারী এরোডাইনামিকস এবং জ্বালানী দক্ষতা লাভের দিকে নিয়ে যেতে পারে।’

বোয়িং এর প্রধান প্রকৌশলী গ্রেগ হাইসলপ বলেছেন, এটির ‘টেকসই ভবিষ্যতের দিকে একটি বড় অবদান রাখার সম্ভাবনা রয়েছে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত