শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউক্রেনে মস্কোপন্থী সরকার বসাতে চায় রাশিয়া, দাবি যুক্তরাজ্যের

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৪৬, ২৩ জানুয়ারি ২০২২

৩৬৭

ইউক্রেনে মস্কোপন্থী সরকার বসাতে চায় রাশিয়া, দাবি যুক্তরাজ্যের

রাশিয়া ইউক্রেনের বর্তমান সরকারকে সরিয়ে তার জায়গায় মস্কোপন্থী সরকারকে বসাতে চায় বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্য বলছে, এর জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে রাশিয়ার বিবেচনার তালিকায় আছে সাবেক ইউক্রেনিয়ান আইনপ্রণেতা ইয়েভেনি মুরায়েভ।

রাশিয়াপন্থী দল নাশি-এর প্রধান হচ্ছেন এ মুরায়েভ। ওই দলটির বর্তমানে ইউক্রেনের পার্লামেন্টে কোনো আসন নেই।

ব্রিটেনের পররাষ্ট্র দফতর আরও কয়েকজন ইউক্রেনিয়ান রাজনীতিবিদের সাথে রাশিয়ান গোয়েন্দা সংস্থাগুলোর সম্পর্ক থাকার কথা জানিয়েছে।

যুক্তরাজ্য তাদের গোয়েন্দা মূল্যায়নের ওপর ভিত্তি করে এ দাবি করেছে। প্রসঙ্গত, যুক্তরাজ্য ইতোমধ্যে ইউক্রেনে ট্যাংক-বিধ্বংসী অস্ত্র পাঠিয়েছে।

সূত্র: নিউজিল্যান্ড হেরাল্ড

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত