শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আরও অর্ধশত স্যাটেলাইট মহাকাশে পাঠালো স্পেইসএক্স

সাই-টেক ডেস্ক

১৫:২৫, ৩ ডিসেম্বর ২০২১

৪৯১

আরও অর্ধশত স্যাটেলাইট মহাকাশে পাঠালো স্পেইসএক্স

আরও ৫০টি স্যাটেলাইট মহাকাশে পাঠালো স্পেইসএক্স। ফাইল ছবি
আরও ৫০টি স্যাটেলাইট মহাকাশে পাঠালো স্পেইসএক্স। ফাইল ছবি

ফ্যালকন ৯ রকেটে করে বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) একসাথে ৫০টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে বাণিজ্যিক মহাকাশ অনুসন্ধান সংস্থা স্পেইসএক্স।

এগুলোর মধ্যে ৪৮টি হচ্ছে স্টারলিংক-এর ইন্টারনেট রিলে স্যাটেলাইট। বাকি দুটি ছিল প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ব্ল্যাকস্কাই-এর বাণিজ্যিক স্যাটেলাইট।

এ নিয়ে ফ্যালকন ৯ রকেটটি এ বছর ২৭ তম বারের মতো মহাকাশে উড়াল দিলো যা স্পেসএক্স-এর জন্য একটি রেকর্ড। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সিবিএসনিউজ।

মিশন শুরু হওয়ার পর থেকে এক ঘণ্টার মাথায় মহাকাশে ব্ল্যাকস্কাই-এর দুটো স্যাটেলাইট মুক্ত করে ফ্যালকন ৯ রকেট। এর ২৫ মিনিট পর বাকি ৪৮টি স্যাটেলাইটকে মহাশূন্যে ছেড়ে দিয়ে আসে রকেটটি। মিশন সম্পন্ন করার পর ফ্যালকন ৯ রকেটটি সফলভাবে ভূমিতে অবতরণ করে।

এখন পর্যন্ত স্পেইসএক্স ১৮৯২টি স্টারলিংক স্যাটেলাইট পাঠিয়েছে মহাশূন্যে। তাদের উদ্দেশ্য হচ্ছে এসব স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবীর যেকোনো স্থানে থাকা ব্যবহারকারীকে ইন্টারনেট সংযোগের আওতায় আনা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত