বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনা সংক্রমণে ব্রাজিলকে ছাড়িয়ে দুইয়ে ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৫১, ১২ এপ্রিল ২০২১

৪০৪

করোনা সংক্রমণে ব্রাজিলকে ছাড়িয়ে দুইয়ে ভারত

করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও নাজুক অবস্থার দিকে যাচ্ছে বিশ্ব। তারমধ্যে ভারতে সংক্রমণ একের পর এক রেকর্ড ভাঙছে। সোমবার (১২ এপ্রিল) এর তথ্যমতে এর আগের ২৪ ঘন্টায় দেড় লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মার্চের শেষ দিক থেকেই দেশটিতে সংক্রমণ উর্ধ্বমুখী। 

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ভারতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৬৪ জন। সংক্রণের তালিকায় সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ১৭৯ জন। তিনে থাকা ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ২৩ জনের। 

তবে মৃত্যুর দিক থেকে এখনও দুই নম্বরে আছে ব্রাজিল। মৃত্যতেও সবার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ৭৫ হাজার ৮১৮ জন। ব্রাজিলে মারা গেছে ৩ লাখ ৫৩ হাজার ১৩৭ জন। তৃতীয় অবস্থানে থাকা ভারতে মারা গেছে ১ লাখ ৭০ হাজার ২০৯ জন। 

ভারতে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে মহারাষ্ট্রে। দেশের মোট করোন শনাক্তের অর্ধেকেই হচ্ছে এই রাজ্যে। গত একদিনে মহারাষ্ট্রে মারা গেছে ৩৪৯ জন। শনাক্ত হয়েছে ৬৩ হাজার ২৯৪ জনের 

করোনা সংক্রমণের তালিকায় পরবর্তী স্থানগুলোতে আছে ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি। বাংলাদেশের অবস্থান ৩৩ তম। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত