শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বুধবার টিকা নিলেন ১ লাখ ১৮ হাজার ৬৫৪ জন

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:১৬, ৩ মার্চ ২০২১

আপডেট: ১৫:৫০, ৪ মার্চ ২০২১

৫৩০

বুধবার টিকা নিলেন ১ লাখ ১৮ হাজার ৬৫৪ জন

বুধবার টিকা নিলেন ১ লাখ ১৮ হাজার ৬৫৪ জন
বুধবার টিকা নিলেন ১ লাখ ১৮ হাজার ৬৫৪ জন

দেশজুড়ে চলছে করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম। বুধবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী সারাদেশে ১ লাখ ১৮ হাজার ৬৫৪ জনকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ নিয়ে দেশে মোট ৩৪ লাখ ৬০ হাজার ১৫৯ জনকে তা দেওয়া হলো। 

**টিকা গ্রহীতার সংখ্যা কমছে, মঙ্গলবার নিলেন ১ লাখ ১৪ হাজার ৬৮০ জন

এদের মধ্যে বিভাগ ভিত্তিতে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। এদিন এ সংখ্যা ৪২,৩১০ জন। এদের মধ্যে ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ২৪ হাজার ৭৫৪ জন। 

বিভাগভিত্তিক ভ্যাকসিন নেওয়ার হিসাবে দেখা গেছে-

ঢাকায় ৪২ হাজার ৩১০ জনের মধ্যে পুরুষ ২৫,৯৭০ জন এবং নারী ১৬,৩৪০ জন। 

চট্টগ্রামে ২২ হাজার ৬৮০ জনের মধ্যে পুরুষ ১৩,৬৮৫ জন এবং নারী  ৮,৯৯৫ জন। 

রাজশাহীতে ১১ হাজার ৪১২ জনের মধ্যে পুরুষ ৬,৬৪৩ জন এবং নারী ৪,৭৬৯ জন। 

রংপুরে ১০ হাজার ৯৯৫ জনের মধ্যে পুরুষ ৬,৫০৭ জন এবং নারী ৪,৪৪৮ জন। 

খুলনায় ১৮ হাজার ৯ জনের মধ্যে পুরুষ ১০,২৬০ জন এবং নারী ৭,৭৪৯ জন। 

সিলেটে ৪ হাজার ৬৬৭ জনের মধ্যে পুরুষ ২,৬৬০ জন এবং নারী ২,০০৭ জন। 

ময়মনসিংহে ৪ হাজার ৮৭ জনের মধ্যে পুরুষ ২,৩৮৭ জন এবং নারী ১,৭০০ জন। 

বরিশালে ৪ হাজার ৫৩৪ জনের মধ্যে পুরুষ ২,৮০২ জন এবং নারী ১,৭৩২ জন।

এদিকে, বুধবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে মহামারিতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪২৮ জন। ১৬ হাজার ৪১৪ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬১৪ জন। গতকাল ৫১৫ জনের করোনা শনাক্ত হয়। গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত