শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভ্যাকসিন দেওয়া হলো ২৫ লাখ প্রায়

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:২৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৯:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০২১

৫২১

ভ্যাকসিন দেওয়া হলো ২৫ লাখ প্রায়

করোনার টিকা দেওয়া হচ্ছে বিএসএমএমইউতে
করোনার টিকা দেওয়া হচ্ছে বিএসএমএমইউতে

দেশজুড়ে চলছে করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী সারাদেশে ১ লাখ ৮২ হাজার ৮৯৬ জনকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জনকে তা দেওয়া হলো। 

এদের মধ্যে বিভাগ ভিত্তিতে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। এদিন এ সংখ্যা ৬২, হাজার ২৩৯ জন। এদের মধ্যে ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ২৯ হাজার ০০৭ জন। 

বিভাগভিত্তিক ভ্যাকসিন নেওয়ার হিসাবে দেখা গেছে-

ঢাকায় ৬২ হাজার ২৩৯ জনের মধ্যে পুরুষ ৪০,৫৪২ জন এবং নারী ২১,৬৯৭ জন। 

চট্টগ্রামে ৩৭ হাজার ৭০৮ জনের মধ্যে পুরুষ ২৩,৬৩৮ জন এবং নারী ১৪,০৭০ জন। 

রাজশাহীতে ১৮ হাজার ৬৫১ জনের মধ্যে পুরুষ ১১,৪৫৪ জন এবং নারী ৭,১৯৭ জন। 

রংপুরে ১৫ হাজার ৭৬৫ জনের মধ্যে পুরুষ ৯,৭৬১ জন এবং নারী ৬,০০৪ জন। 

খুলনায় ২২ হাজার ৮১৬ জনের মধ্যে পুরুষ ১৩,৯৪০ জন এবং নারী ৮,৮৭৬ জন। 

সিলেটে ১১ হাজার ৯৬২ জনের মধ্যে পুরুষ ৯,৩৩৮ জন এবং নারী ৫,৯২২ জন। 

ময়মনসিংহে ৮ হাজার ১৮৮ জনের মধ্যে পুরুষ ৪,৯৪৪ জন এবং নারী ৩,২৪৪ জন। 

বরিশালে ৮ হাজার ৪৪৩ জনের মধ্যে পুরুষ ৫,৪২৪ জন এবং নারী ৩,০১৯ জন।

এদিকে, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন, যা গতকালের তুলনায় ১১ জন বেশি। মৃতদের মধ্যে ৪ জনের বয়স ৩১-৪০ এবং এক জনের বয়স ২১-৩০ এর ভেতরে। এদিকে, দেশে করোনার ভ্যাকসিন পাচ্ছেন ৪০ এর ওপর বয়সী নাগরিকেরা। এ নিয়ে মহামারিতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩৭৪ জন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ১২ হাজার ৭৪৮ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩৯৯ জন। সোমবার ৩৬৬ জনের করোনা শনাক্ত হয়। গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত