শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১২তম দিনে ভ্যাকসিন নিলেন ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ২২:৫৩, ১৮ ফেব্রুয়ারি ২০২১

৬৫১

১২তম দিনে ভ্যাকসিন নিলেন ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন

করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রমের ১২তম দিনে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সারাদেশে ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জনকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জনকে তা দেওয়া হলো। 

এদের মধ্যে বিভাগ ভিত্তিতে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। এদিন এ সংখ্যা ৭৩ হাজার ৫১৪ জন। এদের মধ্যে ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ৩২ হাজার ৪১২ জন। 

বিভাগভিত্তিক ভ্যাকসিন নেওয়ার হিসাবে দেখা গেছে-

ঢাকায় ৭৩ হাজার ৫১৪ জনের মধ্যে পুরুষ ৪৭,৪৭৩ জন এবং নারী ২৬,০৭৭ জন। 

চট্টগ্রামে ৪৪ হাজার ৭৮৭ জনের মধ্যে পুরুষ ৩৪,৮০৫ জন এবং নারী ১৯,৯৮৩ জন। 

রাজশাহীতে ৩২ হাজার ২২৪ জনের মধ্যে পুরুষ ২০,১২৮ জন এবং নারী ১২,০৯৬ জন। 

রংপুরে ২৫ হাজার ৫৭৯ জনের মধ্যে পুরুষ ১৬,০৬৭ জন এবং নারী ৯,৫১২ জন। 

খুলনায় ৩৪ হাজার ১৯৫ জনের মধ্যে পুরুষ ২০,৮৩৩ জন এবং নারী ১৩,৩৬২ জন। 

সিলেটে ১৫ হাজার ৩০০ জনের মধ্যে পুরুষ ৯,৩৩৮ জন এবং নারী ৫,৯২২ জন। 

ময়মনসিংহে ১৯ হাজার ৯০১ জনের মধ্যে পুরুষ ৭,০৯৫ জন এবং নারী ৪,৮০৬ জন। 

বরিশালে ১৪ হাজার ৪৪৪ জনের মধ্যে পুরুষ ৯,১৯৩ জন এবং নারী ৫,২৫১ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত