শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গণটিকাদানের ৯ম দিনে প্রথম ডোজ পেলেন ২,২৬,৬৭৮ জন

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৯:০১, ১৫ ফেব্রুয়ারি ২০২১

৬৭২

গণটিকাদানের ৯ম দিনে প্রথম ডোজ পেলেন ২,২৬,৬৭৮ জন

করোনাভাইরাসের গণটিকাদানের ৯ম দিনে সারাদেশে ২ লাখ ২৬ হাজার ৬৭৮ জনকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৩২ হাজার ৭১১ জনকে তা দেওয়া হলো। 

সবশেষ সোমবার (১৫ ফেব্রুয়ারি) সারাদেশে ১ লাখ ৪৭ হাজার ১৫৫ জন পুরুষ এবং ৭৯ হাজার ৫২৩ জন নারী টিকা নিয়েছেন। 

এদের মধ্যে বিভাগ ভিত্তিতে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। এদিন এ সংখ্যা ৬২ হাজার ৭৩৩ জন। এদের মধ্যে ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ২৯ হাজার ৫৫ জন। 

বিভাগভিত্তিক ভ্যাকসিন নেওয়ার হিসাবে দেখা গেছে-
ঢাকায় ৬২ হাজার ৭৩৩ জনের মধ্যে পুরুষ ৪২,১১৪ জন এবং নারী ২০,৬১৯ জন। 

চট্টগ্রামে ৫২ হাজার ৭৪৪ জনের মধ্যে পুরুষ ৩৪,২৬২ জন এবং নারী ১৮,৪৮২ জন। 

রাজশাহীতে ২৪ হাজার ৬০ জনের মধ্যে পুরুষ ১৫,২৪৭ জন এবং নারী ৮,৮১৩ জন। 

রংপুরে ২১ হাজার ৬১৮ জনের মধ্যে পুরুষ ১৩,৫৭৩ জন এবং নারী ৮,০৪৫ জন। 

খুলনায় ২৭ হাজার ৭১০ জনের মধ্যে পুরুষ ১৭,৮৬৬ জন এবং নারী ৯৮৪৪ জন। 

সিলেটে ১৬ হাজার ২২৭ জনের মধ্যে পুরুষ ১০০৫১ জন এবং নারী ৬১৭৬ জন। 

ময়মনসিংহে ৯ হাজার ৪৫৫ জনের মধ্যে পুরুষ ৫৮৫৬ জন এবং নারী ৩৫৯৯ জন। 

বরিশালে ১২ হাজার ১৩১ জনের মধ্যে পুরুষ ৮১৮৬ জন এবং নারী ৩,৯৪৫ জন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত