বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু 

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, ময়মনসিংহ

১২:০৯, ২২ জানুয়ারি ২০২২

৩৫৩

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে।  

শনিবার (২২ জানুয়ারি) সকালে করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি  নিশ্চিত করেন। 

মৃতদের মধ্যে দুই জন করোনা পজিটিভ হয়ে এবং দুই জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থান মারা যান। তাদের মধ্যে দুইজন  

 ডা. মহিউদ্দিন খান  জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ সদরের সুদীপ (৪৫) ও নেত্রকোনার মদন উপজেলা রাশিয়া (৩৫)। এই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান জামালপুরের মনির হোসেন (৭০) ও ময়মনসিংহের দিলীপ মিয়া (৫২)। 

তিনি আরও জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। বর্তমানে করোনা ইউনিটে ৩২ জন পজিটিভ রোগীসহ ভর্তি রয়েছেন ৭৩ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ৩ জন রোগী। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত