শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুই ডোজ মিলিয়ে টিকা পেল ৬ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ

স্পটলাইট ডেস্ক

০০:১৯, ১৮ অক্টোবর ২০২১

৪৩৭

দুই ডোজ মিলিয়ে টিকা পেল ৬ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ

মডার্নার টিকা রবিবার কাউকে দেওয়া হয়নি
মডার্নার টিকা রবিবার কাউকে দেওয়া হয়নি

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এরমধ্যে ৫ কোটি ৭৬ লাখ ৪১ হাজার ৮৭৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে এক কোটি ১৯ লাখ ২৮ হাজার ৫৩৯ ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ৫৭০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৩০৮ জন। আর রবিবার (১৭ অক্টোবর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৫৭৩ ডোজ টিকা। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।

রবিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, রবিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৩ হাজার ৭১৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ৪৬৮ জনকে।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২২ হাজার ৭২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৯ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৫১ হাজার ৫৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ৪০ হাজার ৭০ জন। 

মডার্নার টিকা রবিবার কাউকে দেওয়া হয়নি।

এছাড়া এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৪৫ লাখ ৮১ হাজার ২৯১ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত