মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০ || ০৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজশাহী মেডিকেলে করোনায় ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

স্পটলাইট ডেস্ক

১৩:২৮, ১৫ অক্টোবর ২০২১

৩৮৮

রাজশাহী মেডিকেলে করোনায় ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন এবং বাকিদের করোনার উপসর্গ ছিল।

শুক্রবার (১৫ অক্টোবর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মারা যাওয়া ৬ জনের মধ্যে ১ জন রাজশাহী, ১ জন চাঁপাইনবাবগঞ্জ, ১ জন নওগাঁ এবং ৩ জন পাবনার বাসিন্দা। নওগাঁর মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলন।'

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৭ শতাংশ, জয়পুরহাটে ১১ দশমিক ১১ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ৭ দশমিক ৬৯ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ রোগী ভর্তি হয়েছেন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত