বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দ্বিতীয় ডোজ পেলেন ১ কোটি ৬৫ লাখ মানুষ, নিবন্ধন সাড়ে ৪ কোটির কাছে

স্টাফ করেসপন্ডেন্ট

০১:৪১, ২৮ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০২:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২১

৪৮৭

দ্বিতীয় ডোজ পেলেন ১ কোটি ৬৫ লাখ মানুষ, নিবন্ধন সাড়ে ৪ কোটির কাছে

টিকার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৫০৩ জন।
টিকার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৫০৩ জন।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৪ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৭৬০ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে ১ কোটি ৩২ লাখ ৪ হাজার ৩২০ ডোজ । 

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৪৮ লাখ ৮০ হাজার ৮৯৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৮৬৬ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৬৫৪ ডোজ টিকা।

এই টিকাগুলোর মধ্যে আছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, সোমবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭১ হাজার ১২৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৫৩ জনকে।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১০ হাজার ২২৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩০৯ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ১৬ হাজার ৮০৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৪০ জন।

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ৪ হাজার ৯৩ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১০ হাজার ২০৪ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৫০৩ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত