শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজশাহী মেডিকেলে করোনায় ৪ জনের মৃত্যু

স্পটলাইট ডেস্ক

১১:২৪, ২৭ সেপ্টেম্বর ২০২১

২৬৩

রাজশাহী মেডিকেলে করোনায় ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে করোনায় ৪ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেলে করোনায় ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মারা যাওয়া ৪ জনের মধ্যে ১ জন রাজশাহী ও ৩ জন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ২ জনের শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২২৯টি নমুনা পরীক্ষা করে ৮ জনকে শনাক্ত করা হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২ দশমিক ৩৩ শতাংশ ও নাটোরে ৭ দশমিক ৫৫ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ১৮ জন। আজ সকাল পর্যন্ত ২৪০টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১১৩ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত