বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশের সাড়ে তিন কোটির বেশি মানুষ পেলেন করোনার টিকা

স্পটলাইট ডেস্ক

০০:৩২, ১৬ সেপ্টেম্বর ২০২১

৩০৯

দেশের সাড়ে তিন কোটির বেশি মানুষ পেলেন করোনার টিকা

এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ২৬৯ জন
এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ২৬৯ জন

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৪ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ৭১৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৮৭ লাখ ৫০ হাজার ৩৬৫ ডোজ টিকা মজুত আছে। 

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৭৭৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৪২ লাখ ৭৪ হাজার ৩৪২ জন। 

টিকাগুলো হলো অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৮ হাজার ৫৪৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ২৯৬ জনকে। 

পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।

এছাড়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ১৫ হাজার ৯৭৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ হাজার ৬২৩ জন।  

মডার্নার টিকা প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ২৩১ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৮ হাজার ৫৬৬ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ২৬৯ জন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত