বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুষ্টিয়ায় করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, শনাক্তের ১৪.০৮ শতাংশ

স্পটলাইট ডেস্ক

১২:২০, ১৪ সেপ্টেম্বর ২০২১

৩৩৩

কুষ্টিয়ায় করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, শনাক্তের ১৪.০৮ শতাংশ

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৩ জন ও উপসর্গে ৩ জন মারা গেছেন। একই সময়ে ২৫০টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮ শতাংশ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৭৯ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২ জন। একই সময়ে ২৫০টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ০৮ শতাংশ।

বর্তমানে হাসপাতালে ৫২ জন ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৫৫ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত