শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এক কোটি ৪০ লাখ মানুষ পেল টিকার দ্বিতীয় ডোজ

স্পটলাইট ডেস্ক

০০:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০২১

৩৮৯

এক কোটি ৪০ লাখ মানুষ পেল টিকার দ্বিতীয় ডোজ

এই মুহূর্তে টিকা মজুত আছে ৯১ লাখ ৫৩ হাজার ৬৩০ ডোজ
এই মুহূর্তে টিকা মজুত আছে ৯১ লাখ ৫৩ হাজার ৬৩০ ডোজ

দেশে এ পর্যন্ত মোট টিকা এসেছে ৪ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮০ ডোজ। এরমধ্যে ৩ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৪৫০ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ, এই মুহূর্তে টিকা মজুত আছে ৯১ লাখ ৫৩ হাজার ৬৩০ ডোজ। 

এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ১১ লাখ ৪০ হাজার ৯৭৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৪০ লাখ ২০ হাজার ৪৭২ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা,চীনের তৈরি সিনোফার্ম,ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে,সোমবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩২ হাজার ৩৬৪ জনকে,দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ হাজার ৭৬৯ জনকে।

ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।

এছাড়া সোমবার সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৮৫ হাজার ৮৯৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২০ হাজার ৮৯৩ জন। 

মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে একজনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩৬ হাজার ৭৬৪ জনকে।

সারাদেশে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৭৫৯ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত