বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ময়মনসিংহ মেডিকেল করোনা ইউনিটে মৃত্যু ৪

স্পটলাইট ডেস্ক

১১:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২১

৩১৪

ময়মনসিংহ মেডিকেল করোনা ইউনিটে মৃত্যু ৪

ময়মনসিংহে করোনায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৭২ জন
ময়মনসিংহে করোনায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৭২ জন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনায় একজন ও উপসর্গে ৩ জন মারা গেছেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহের ২ জন এবং শেরপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী।

করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৫ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এ ছাড়াও, সুস্থ হয়ে ৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এ দিকে, ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৬টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ০৪ শতাংশ।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৭২ জন, সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৯ জন এবং মারা গেছেন ২৮০ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত