বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রের সিডিসি’র গবেষণা

টিকা না নিলে করোনায় মৃত্যুঝুঁকি ১১ গুণ

ইন্টারন্যাশনাল ডেস্ক

০২:১০, ১৩ সেপ্টেম্বর ২০২১

৬৬৭

যুক্তরাষ্ট্রের সিডিসি’র গবেষণা

টিকা না নিলে করোনায় মৃত্যুঝুঁকি ১১ গুণ

টিকা না নেওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত হলে টিকা নেওয়া ব্যক্তির তুলনায় তার মৃত্যুর আশঙ্কা ১১ গুণ বেশি। অন্যদিকে টিকা না নিলে সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি অন্তত চার গুণ। আর টিকা না নেওয়া ব্যক্তি আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা টিকা নেওয়া ব্যক্তির তুলনায় ১০ গুণ বেশি। 

সম্প্রতি এক গবেষণায় এমনই চিত্র উঠে এসেছে। গবেষণাটি করেছে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। গত এপ্রিল থেকে মধ্য জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ছয় লাখের বেশি করোনা সংক্রমণের তথ্য পর্যালোচনা করেছে সংস্থাটি। তাদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছে আর যারা নেয়নি, তাদের অবস্থা পর্যালোচনা করা হয়। 

সম্প্রতি সিডিসির মর্বিডিটি অ্যান্ড মর্টালিটি উইকলি রিপোর্টে আরও বলা হয়েছে, শুধু লস অ্যাঞ্জেলেসের ৪৩ হাজার ১২৭ করোনা রোগীর তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, টিকা না নেওয়া ব্যক্তিদের করোনায় আক্রান্তের ঘটনা পাঁচ গুণ বেশি আর অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়ার ঘটনা ২৯ গুণ বেশি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত