শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৯৩, শনাক্তের হার ২.৪২ শতাংশ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:৫০, ৩১ জুলাই ২০২১

৩৩০

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৯৩, শনাক্তের হার ২.৪২ শতাংশ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৯৩ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ২৩ হাজার ৮১০ জন।

একই সময়ে আক্রান্ত আরও ৪১ হাজার ৬৪৯ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন তিন কোটি ১৬ লাখ ১৩ হাজার ৯৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ লাখ ৭৬ হাজার ৩১৫টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৪২ শতাংশ।

এই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩৭ হাজার ২৯১ জন। মোট সুস্থ হয়েছেন তিন কোটি সাত লাখ ৮১ হাজার ২৬৩ জন।

শনিবার (৩১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে।

ভারতে সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর আছে, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, ছত্তিসগড় ও ওড়িশা।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৬০০ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৫২ লাখ ৯৯ হাজার ৩৬ জনকে টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৪৬ কোটি ১৫ লাখ ১৮ হাজার ৪৭৯ জনকে টিকা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতের আগে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত