শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চীনে নতুন করে আরও ৫৫ জনের করোনা শনাক্ত

স্পটলাইট ডেস্ক

১২:১৮, ৩১ জুলাই ২০২১

৩৫২

চীনে নতুন করে আরও ৫৫ জনের করোনা শনাক্ত

ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর নানজিং শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে
ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর নানজিং শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে

চীনে নতুন করে শনিবার (৩১ জুলাই) আরও ৫৫ জন করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্তের সংখ্যা ছিল ৬৪। দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, করোনায় সংক্রমিত নতুন ব্যক্তিদের মধ্যে ২৫ জন স্থানীয়। আগের দিন ২১ জন স্থানীয় ব্যক্তি করোনায় সংক্রমিত হন। আজ কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্থানীয়ভাবে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি রোগী জিয়াংসু প্রদেশের।

জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ে গত মাস থেকে করোনার ডেলটা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ে।

শনিবার চীনে ১৯ জনের শরীরে নতুন করে করোনার উপসর্গ পাওয়া গেছে। আগের দিন উপসর্গ ছিল ২৫ জনের শরীরে।

ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর নানজিং শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথম থেকেই কঠোর অবস্থান নেয় চীন। দেশটিতে এখন পর্যন্ত ৯২ হাজার ৯৩০ করোনা রোগী শনাক্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত