বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টানা ৩ দিন ভারতে করোনা শনাক্ত ঊর্ধ্বমুখী

স্পটলাইট ডেস্ক

১২:৫১, ৩০ জুলাই ২০২১

৩৯৯

টানা ৩ দিন ভারতে করোনা শনাক্ত ঊর্ধ্বমুখী

নতুন করে ভারতে যে পরিমাণ শনাক্ত হচ্ছে, তার অর্ধেকই হচ্ছে কেরালা রাজ্যে
নতুন করে ভারতে যে পরিমাণ শনাক্ত হচ্ছে, তার অর্ধেকই হচ্ছে কেরালা রাজ্যে

প্রায় সাড়ে চার মাস পর ভারতে করোনা সংক্রমণ কমে ৩০ হাজারের নিচে নেমেছিল মঙ্গলবার। তার পরদিন থেকে শনাক্ত আবার ৪০ হাজার ছাড়ায়।

গত ২৪ ঘণ্টার হিসাবে দেশটিতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৪ হাজার ২৩০ জনের শরীরে। এ নিয়ে ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৭২ হাজার ৩৪৪ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ৫৫৫ জনের মৃত্যু হয়েছে।

এতে ভারতে করোনায় সরকারি হিসাবে ৪ লাখ ২৩ হাজার ২১৭ জনের মৃত্যু হয়েছে।

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু: ৫৫৫
মোট মৃত্যু: ৪ লাখ ২৩ হাজার ২১৭
২৪ ঘন্টায় সংক্রমণ: ৪৪ হাজার ২৩০
মোট সংক্রমণ: ৩ কোটি ১৫ লাখ ৭২ হাজার ৩৪৪

যদিও বিভিন্ন বেসরকারি সংস্থা ও বিদেশি কিছু প্রতিষ্ঠান দাবি করছে, ভারতে করোনায় অন্তত ৩০ থেকে ৩৫ লাখ লোক মারা গেছেন।

নতুন করে ভারতে যে পরিমাণ শনাক্ত হচ্ছে, তার অর্ধেকই হচ্ছে কেরালা রাজ্যে। গত ২৪ ঘণ্টায় কেরালা নতুন করে ২২ হাজার জনের করোনা শনাক্তের কথা জানায়। মহারাষ্ট্রে এই সংখ্যা ৭ হাজার। একই সঙ্গে কর্ণাটক ও অন্ধ্র প্রদেশেও বেড়েছে শনাক্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় ভারতে টিকা দেয়া হয়েছে ৫১ লাখ ৮৩ হাজার ১৮৯ জনকে। এ নিয়ে টিকাকরণের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ৭২৩।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত