বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা ঢাকায়, আরও ২০ লাখ আসছে

স্পটলাইট ডেস্ক

০০:১১, ৩০ জুলাই ২০২১

আপডেট: ০০:১৫, ৩০ জুলাই ২০২১

৪৩৪

সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা ঢাকায়, আরও ২০ লাখ আসছে

এ নিয়ে তিনটি চালানে বাংলাদেশকে ৭০ লাখ টিকা পাঠাচ্ছে চীনের সিনোফার্ম
এ নিয়ে তিনটি চালানে বাংলাদেশকে ৭০ লাখ টিকা পাঠাচ্ছে চীনের সিনোফার্ম

চীন থেকে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (৩০ জুলাই) ভোরে পৌঁছাবে আরও ২০ লাখ ডোজ। বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই টিকা রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। 

এই নিয়ে সিনোফার্মের মোট ৬১ লাখ টিকা সরকারের হাতে এসেছে। এই টিকা প্রয়োগ করা হচ্ছে জেলা-উপজেলা পর্যায়ে। শুক্রবার ভোরে বিমানের আরও দুইটি ফ্লাইট চীন থেকে টিকা নিয়ে ঢাকায় অবতরণ করবে।

এর আগে ৩০ লাখ ডোজ কোভিড টিকা দেশে আনতে আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অত্যাধুনিক তিনটি ড্রিমলাইনার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ নিয়ে তিনটি চালানে বাংলাদেশকে ৭০ লাখ টিকা পাঠাচ্ছে চীনের সিনোফার্ম। এর আগে দুই চালানে সিনোফার্মের ৪০ লাখ টিকা এসেছে। এছাড়া চীন সরকারের উপহারে হিসেবে এসেছে আরও ১১ লাখ। সিনোফার্ম থেকে আরও ৮০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত