শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৩৮ লাখের বেশি

করোনার দাপট দেখাচ্ছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের ভেরিয়েন্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৩৮, ৯ এপ্রিল ২০২১

আপডেট: ১১:৩৯, ৯ এপ্রিল ২০২১

৬০৩

বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৩৮ লাখের বেশি

করোনার দাপট দেখাচ্ছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের ভেরিয়েন্ট

বিশ্বজুড়ে করোনাক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৩৮ লাখের বেশি
বিশ্বজুড়ে করোনাক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৩৮ লাখের বেশি

যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল—এই তিনটি দেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের তিনটি ধরন (ভেরিয়েন্ট) সবচেয়ে বেশি সংক্রামক বলে জানাচ্ছেন চিকিৎসাবিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। বিশ্ববাসীকে বেশি ভোগাচ্ছে এই তিন ধরন।

ইউরোপের অধিকাংশ দেশসহ বেশ কয়েকটি দেশে সংক্রমণের তৃতীয় ঢেউ চলছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। শুক্রবার (৯ এপ্রিল) জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার জানিয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩৮ লাখ আট হাজার ১৬১ জন এবং মারা গেছেন ২৯ লাখ এক হাজার ৭২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪২৪ জন।

  • আক্রান্ত: ১৩ কোটি ৩৮ লাখ আট হাজার ১৬১ জন
  • মৃত্যু: ২৯ লাখ এক হাজার ৭২ জন
  • সুস্থ: ৭ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪২৪

যুক্তরাষ্ট্র-
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ১০ লাখ এক হাজার ৬৩৬ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৬০ হাজার ৯০ জন।

ব্রাজিল-
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৩২ লাখ ৭৯ হাজার ৮৫৭ জন, মারা গেছেন তিন লাখ ৪৫ হাজার ২৫ জন। সুস্থ হয়েছেন এক কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৪৩৪ জন।

ভারত-
সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২৯ লাখ ২৮ হাজার ৫৭৪ জন, মারা গেছেন এক লাখ ৬৬ হাজার ৮৬২ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ১৮ লাখ ৫১ হাজার ৩৯৩ জন।

মেক্সিকো-
মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই লাখ ছয় হাজার ১৪৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৬৭ হাজার ১৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৫ হাজার ২৪৪ জন।

ফ্রান্স-
দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ৩৯ হাজার ২৫৪ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৮ হাজার ৬৫ জন।

রাশিয়া-
রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ১৪ হাজার ৮৩৪ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ এক হাজার ৮৪৫ জন।

অন্যান্য-
আক্রান্তের তালিকার ওপরে দিকে আছে ইতালি, তুরস্ক, স্পেন ও জার্মানি। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।

বাংলাদেশ-
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ছয় লাখ ৬৬ হাজার ১৩২ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন  ৯ হাজার ৫২১ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৬৫ হাজার ৩০ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত