শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনার জটিল মুহুর্ত চলছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫:২৩, ৩ অক্টোবর ২০২০

১৬৫০

করোনার জটিল মুহুর্ত চলছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান

করোনাভাইরাস মোকাবেলায় শেষ সপ্তাহে ১০ লাখ মানুষের মৃত্যুর মর্মান্তিক মাইলফলক পার হয়েছে। কিন্তু এ ভাইরাসের ধারা পরিবর্তন করার সময় এখনও চলে যায়নি। বলেছেন,  বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

জেনেভায় অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতি সপ্তাহে বিশ্বব্যাপী এখন প্রায় ২০ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন যা অত্যন্ত চিন্তার কথা। যেসব দেশ দ্রুততার সাথে এ ভাইরাস মোকাবিলার পদক্ষেপ নিয়েছিল সেসব দেশে বড় ধরনের সংক্রমণ এড়ানো গেছে বলে জানান তিনি।
জাতিসংঘ প্রধান বলেন,কয়েকটি দেশ প্রাথমিক প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে পারলেও,পরবর্তীকালে লকডাউন বা বিধিনিষেধ তুলে নেয়ার পর সেখানে পরিস্থিতির অবনতি হয়েছে। সেসব জায়গায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং এখনও বিভিন্ন দেশ সংক্রমণ তীব্র পর্যায়ে রয়েছে।

করোনা সংক্রমণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য ব্যবস্থা ও এ খাতের কর্মীদের সুরক্ষা নিশ্চিতের প্রক্রিয়া জোরদার করার আহ্বান জানিয়েছেন হু প্রধান। তিনি বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাব মোকাবিলার এক জটিল মুহূর্ত চলছে এখন। সবাইকে সতর্ক ও সাবধান হয়ে স্বাস্থ্যবিধি মেনে না চলার কোনো বিকল্প নেই।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত