বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রে ব্যবহৃত তিনটি ভ্যাকসিনই সফল ও নিরাপদ: ফাউচি

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:৩৩, ৬ মার্চ ২০২১

আপডেট: ১১:২৭, ৭ মার্চ ২০২১

৫৫৯

যুক্তরাষ্ট্রে ব্যবহৃত তিনটি ভ্যাকসিনই সফল ও নিরাপদ: ফাউচি

যুক্তরাষ্ট্রে ব্যবহৃত তিনটি ভ্যাকসিনই সফল ও নিরাপদ: ফাউচি
যুক্তরাষ্ট্রে ব্যবহৃত তিনটি ভ্যাকসিনই সফল ও নিরাপদ: ফাউচি

যুক্তরাষ্ট্রে ব্যবহৃত সব ভ্যাকসিনই সফল ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে মন্তব্য করে মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি যে ভ্যাকসিনটি সহজলভ্য হবে, সেটিই নেওয়া উচিত। 

সম্প্রতি ডেট্রয়েট রাজ্যের মেয়র জনসন এন্ড জনসন ভ্যাকসিনের একটি চালান নিতে অস্বীকৃতি জানানI তিনি বলেছিলেন, যে এই ভ্যাকসিনও ভালো, তবে ফাইজার/বায়োএনটেক ও মর্ডানা পরীক্ষিত দুটি ভ্যাকসিন।

ড. অ্যান্থনি ফাউচি আবারো জোর দিয়ে বলেছেন, এই তিনটি ভ্যাকসিনই সফল ও নিরাপদI তিনি প্রথমেই যা সহজলভ্য তা নেবার পরামর্শ দিয়ে বলেন, বড় কথা হচ্ছে শরীরকে ভাইরাসমুক্ত রাখতে হবে, বাঁচতে হবেI

এদিকে, করোনায় সংক্রমিত হয়ে যুক্তরাষ্ট্রে গত এক বছরে ৫ লাখ ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যেই স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। দেশে স্কুলসহ নানা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। ১ মার্চ সকালে বছরখানেক পর যুক্তরাষ্ট্রের শিকাগো নগরীর পাবলিক স্কুলগুলো কয়েক লাখ শিক্ষার্থীর কলরবে মুখরিত হয়েছে।

বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে সামাজিক ও সাংস্কৃতিক স্থাপনা থেকে মহামারির কারণে জারি করা নিষেধাজ্ঞা। তবে এখনই সবকিছু খুলে দেওয়ার উপযুক্ত সময় আসেনি বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
দেশজুড়ে করোনার টিকাদান কর্মসূচি গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। জানুয়ারি থেকে টিকার সরবরাহ বৃদ্ধি পাওয়ার পর, ভাইরাস সংক্রমণের গতিও এখন অনেকটাই মন্থর হয়েছে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত