মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিউইয়র্কে ৫ জনের শরীরে অমিক্রন শনাক্ত

স্পটলাইট ডেস্ক

১২:৪০, ৩ ডিসেম্বর ২০২১

৩৫৯

নিউইয়র্কে ৫ জনের শরীরে অমিক্রন শনাক্ত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ৫ জনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ৫ জনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ৫ জনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে। নিউইয়র্ক শহরের গভর্নর ক্যাথি হোছুল এই তথ্য জানিয়েছেন।

মিনোসোটা ও কলোরাডোতে অমিক্রন শনাক্তের কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন কোনো রাজ্যে শনাক্তের ঘটনা ঘটল।

এর আগে গভর্নরের আদেশে, বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো অমিক্রনের সংক্রমণ ঠেকাতে নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

মিনোসোটার স্বাস্থ্য বিভাগ ৩০ নভেম্বর নিশ্চিত করেন, তাদের শহরে অমিক্রন শনাক্ত দ্বিতীয় ব্যক্তি নিউ ইয়র্ক থেকেই ফিরেছিলেন।

স্বাস্থ্য বিভাগের প্রধান ডেভিড চোকশি সিএনবিসিকে জানান, এখন আর আফ্রিকা কিংবা অন্য কোনো দেশ থেকে আসা ব্যক্তি থেকে অমিক্রন ছড়াচ্ছে না। নিউইয়র্ক শহরেই কমিউনিটি সংক্রমণ শুরু হয়েছে।

তবে সহসা সব কিছু বন্ধ করার সম্ভাবনা উড়িয়ে দেন চোকশি। তিনি বলেন, ‘অমিক্রন শনাক্তের ঘটনা অবশ্যই স্বাস্থ্য বিভাগের জন্য একটি বড় সংকট। তবে সবকিছু বন্ধ করে দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’

এর আগে যুক্তরাষ্ট্রে প্রথম অমিক্রন শনাক্ত হয় ক্যালিফোর্নিয়ায়, দক্ষিণ আফ্রিকা ফেরত এক ব্যক্তির শরীরে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত