শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনায় সর্বনিম্ন মৃত্যু-শনাক্ত নভেম্বরে

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:১৮, ১ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৯:০০, ১ ডিসেম্বর ২০২১

৪৯৩

করোনায় সর্বনিম্ন মৃত্যু-শনাক্ত নভেম্বরে

চলতি বছরের ১১ মাসে মহামারি করোনায় দেশে সর্বনিম্ন মৃত্যু ও শনাক্ত হয়েছে নভেম্বরে। এ মাসে করোনায় ১১৩ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয় ৬ হাজার ৭৪৫ জনের। নভেম্বরেই প্রথম মৃত্যুশূন্য দিন দেখে বাংলাদেশ। 

দেশে এখন পর্যন্ত করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৮৩ জনের। গত বছরের ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর পর ডিসেম্বর পর্যন্ত মরণঘাতি ভাইরাসে মৃত্যু হয় ৭ হাজার ৫৫৯ জনের। আর ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ১১ মাসে মৃত্যু হয়েছে ২০ হাজার ৪২২ জনের। 

করোনার দ্বিতীয় ঢেউ-তে অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও মৃত্যু বেড়ে যায়। দেশে জুলাই মাসে সর্বোচ্চ ৬ হাজার ১৮২ জনের মৃত্যু হয়। দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ৫১০ জনের মৃত্যু হয় আগস্টে। নভেম্বর ছাড়া সর্বনিম্ন ২৮২ জনের মৃত্যু হয় ফেব্রুয়ারিতে। 

দেশে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয় ৫ আগস্ট এবং মৃত্যুশূন্য দিন ছিলো ২০ নভেম্বর। 

এদিকে মৃত্যুর পাশাপাশি সর্বনিম্ন শনাক্তও ছিলো নভেম্বরেই। এ মাসে ৫ লাখ ৩৮ হাজার ৮৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ৬ হাজার ৭৪৫ জনের। এছাড়া কোন মাসেই শনাক্ত ১০ হাজারের কম ছিলো না।

বছরের মোট শনাক্ত হয় ১০ লাখ ৬২ হাজার ৭৭৪ জনের। সর্বোচ্চ ৩ লাখ ৩৬ হাজার ২২৬ জনের শনাক্ত হয় জুলাইতে। সর্বোচ্চ পরীক্ষা ছিলো আগস্টে ১১ লাখ ৮৭ হাজার ৪৫১ জনের। একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের শনাক্ত হয় চলতি বছরের ২৮ জুলাই। 

দেশে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের হার ছিলো ৩২.৫৫ শতাংশ। চলতি বছরের ২৪ জুলাই এই হারে রোগীর করোনা শনাক্ত হয়। 

দেশে করোনা শনাক্তের পর থেকে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত