বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

৩ কোটি ৪৭ লাখের বেশি টিকা দেওয়া শেষ

স্পটলাইট ডেস্ক

০১:০৬, ১৩ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০১:০৭, ১৩ সেপ্টেম্বর ২০২১

৩২৩

করোনাভাইরাস: বাংলাদেশ

৩ কোটি ৪৭ লাখের বেশি টিকা দেওয়া শেষ

এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৭১৯ জন
এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৭১৯ জন

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৪ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৯৫ লাখ ৩৭ হাজার ৩১৯ ডোজ টিকা মজুত আছে। 

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৯ লাখ ২২ হাজার ৭১৫ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জন। 

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। রবিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, রবিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪৯ হাজার ২৩২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ২১৯ জনকে। 

তবে ফাইজারের প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।

এছাড়া সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৫ হাজার ৭৮২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৭০৫ জন।  

মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৮ হাজার ৪৭৭ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৭১৯ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত