শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া হলো ছুটির দিনেও

স্টাফ করেসপন্ডেন্ট

২৩:১০, ১০ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২৩:১৫, ১০ সেপ্টেম্বর ২০২১

৪৩৩

মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া হলো ছুটির দিনেও

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ
দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ

গণটিকার আওতায় দ্বিতীয় ডোজের জন্য সংরক্ষিত দিন ছিল শুক্রবার (১০ সেপ্টেম্বর)। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন টিকা কার্যক্রম বন্ধ থাকলেও শুক্রবার শুধু মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে গণটিকার আওতায়। এদিন ৮ হাজার ২৫৮ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৭৭৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৫২ লাখ ১৩ হাজার ৯৫৭ ডোজ টিকা মজুত আছে। 

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৪ লাখ ৩৭ হাজার ১১৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৩২ লাখ ৬২ হাজার ৬৫৯ জন। 

এ ছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৬ লাখ ৬৫ হাজার ১০৮ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত