বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথম বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক টেনিস টুর্নামেন্ট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:২৬, ৩১ জানুয়ারি ২০২১

আপডেট: ১৬:২৮, ৩১ জানুয়ারি ২০২১

৬০৬

প্রথম বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক টেনিস টুর্নামেন্ট শুরু

শুরু হয়েছে প্রথম বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক টেনিস টুর্নামেন্ট। রবিবার (৩১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় শুরু হওয়া এ টুর্নামেন্টে অংশ নিবেন ঢাকাস্থ ভূটান, সুইডেন, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকরা। 

পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এ টুর্নামেন্ট উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, ডিন অব ডিপ্লোমেটিক কোর আর্চবিশপ জর্জ কোচারি এবং বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে বিভিন্ন দেশের কূটনীতিকদের একে অপরকে জানার সুযোগ তৈরি হবে। করোনা মহামারির কারণে এবার মাত্র ৮ টি দল অংশগ্রহণ করলেও ভবিষ্যতে অনেক দেশের কূটনীতিকরা অংশ নিবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank