শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ক্যাপিটল হামলায় জড়িত অলিম্পিক স্বর্ণপদকজয়ী কিলার

স্পোর্টস ডেস্ক

১৭:১৭, ১৪ জানুয়ারি ২০২১

৪৭০

ক্যাপিটল হামলায় জড়িত অলিম্পিক স্বর্ণপদকজয়ী কিলার

বহুল আলোচিত ক্যাপিটল ভবনে ন্যাক্কারজনক হামলায় জড়িত ইউএস অলিম্পিকে সাঁতারে স্বর্ণপদকজয়ী ক্লেট কিলার। এর দায়ে তাকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বীকৃতি দিতে গেল ৬ জানুয়ারি কংগ্রেসে স্পর্শকাতর অধিবেশন চলছিল। ওই সময় দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী শেতাঙ্গ সমর্থকরা সেখানে দাঙ্গার সৃষ্টি করে। নিরাপত্তা বেষ্টনি ভেঙে ভেতরে ঢুকে তারা।

সেই দাঙ্গাবাজদের দলে ছিলেন কিলার। ভয়াবহ ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। সহিংস হামলাকারীদের সঙ্গে অবৈধভাবে ক্যাপিটলের রটন্ডা হলে প্রবেশ করেন তিনি।

বুধবার এক বিবৃতিতে কিলারের বিরুদ্ধে অভিযোগের নথি প্রকাশ করেছে বিচার বিভাগ। তাতে উল্লেখ করা হয়েছে, ক্যাপিটলে অনৈতিকভাবে প্রবেশ, আতঙ্ক সৃষ্টি, উচ্ছৃঙ্খল আচরণ এবং আইন অমান্য করায় তাকে অভিযুক্ত করা হয়েছে।

মূলত ভিডিও দেখেই কিলারকে চিহ্নিত করেছে পুলিশ। তাতে দেখা যায়, অফিসিয়াল টিম জ্যাকেট পরে রয়েছেন অলিম্পিকে তিনবার অংশগ্রহণকারী। এর পেছনে ‘ইউএসএ’র লোগো রয়েছে। সেই সঙ্গে সশস্ত্র প্যাচ রয়েছে। তাতে লেখা ‘ইউনাইটেড স্টেটস অলিম্পিক টিম’।

৩৮ বছর বয়সী এ সাঁতারু ২০০০, ২০০৪ ও ২০০৮ সালে অলিম্পিকে অংশ নেন। এর মধ্যে ৪x২০০ মিটার ফ্রিস্টাইলে রিলে’তে দুইবার স্বর্ণপদক এবং একবার রৌপ্য পদক জেতেন। আর ৪০০ মিটার একক ফ্রিস্টাইলে দুইবার ব্রোঞ্জ পদক জয় করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank