মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অবশেষে মিললো প্রথম উইকেটের দেখা

স্পোর্টস ডেস্ক

১৬:৫৩, ২৯ এপ্রিল ২০২১

আপডেট: ১৬:৫৩, ২৯ এপ্রিল ২০২১

৪৮২

অবশেষে মিললো প্রথম উইকেটের দেখা

পাল্লাকেলের দ্বিতীয় টেস্টে টাইগারদের অবস্থা হয়েছে তৃষ্ণার্ত যাযাবরের মতো। যে কিনা মরুভূমিতে পানি খুঁজে বেড়াচ্ছে। প্রথম ও দ্বিতীয় সেশনে একটি উইকেট না পাওয়ায় এমনটা ভাবাইতো স্বাভাবিক। 

তৃতীয় সেশনে শেষ হয়েছে সে অপেক্ষা। শ্রীলংকান অধিনায়ককে ফিরিয়ে দলকে স্বস্তি এনে দিয়েছেন অভিষিক্ত শরিফুল। ম্যাচের ৬৪ তম ওভারের প্রথম বলটি করেন ব্যাক অব দ্য লেন্থ ডেলিভারিতে দুর্বলভাবে ব্যাট চালান করুনারত্নে। কিছুটা নিচে ঝুঁকে বল ধরেন লিটন দাস।

ক্যাচ দিয়েও ‘জীবন’ পাওয়ায় এবং অনায়াসে রান আসায় শেষ সেশনে কিছু মনযোগ হারিয়ে বসেন করুনারত্নে। বারবারই খেলছিলেন ভুল শট। তেমনই এক শটে সাজঘরে ফেরেন ১১৮ রান করে। যা তার ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি। 

একই দিনে নতুন মাইলফলক ছুঁয়েছেন করুনারত্নে। পাল্লাকেলেতে ৯ রান যোগ করে টেস্টে ৫ হাজার রান তুলে নিয়েছেন এই বাঁহাতি। মোট ১৪৬ ইনিংসে গড়লেন এই কীর্তি। 

অধিনায়ক ফিরে গেলেও নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন লাহিরু থিরামান্নে। তুলে নিয়েছেন তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ৭৪ ওভার শেষে শ্রীলংকার স্কোর ২৪৬-১। রানের গড় ৩.৩ করে। অপর প্রান্তে ওশাদা ফারনান্দো অপরাজিত আছেন ১৭ রান করে।    

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank