শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিপিএল: মুশফিকের অন্যরকম ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক

২১:৩০, ১০ জানুয়ারি ২০২৩

৩৬০

বিপিএল: মুশফিকের অন্যরকম ‘সেঞ্চুরি’

প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। আজ ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে সিলেট  সিক্সার্সের হয়ে মাঠে নেমে বিপিএল ইতিহাসে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন মুশফিক।

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মুশফিক। আজকের আগে বিপিএলের ৯৯ ম্যাচে অংশ নিয়ে টুর্নামেন্ট ইতিহাসে  দ্বিতীয় সর্বোচ্চ  ২৫৮২ রান করেছেন মুশি। ৮১ ম্যাচে ২৬৭৬ রান নিয়ে সবার উপরে তামিম ইকবাল।

বিপিএলে মুশফিকের ব্যাটিং গড় ৩৭ দশমিক ৯৭। বিপিএলে কোন সেঞ্চুরি করতে না পারলেও ১৬টি হাফ-সেঞ্চুরি আছে মুশির। তার সর্বোচ্চ রান ৯৮। উইকেটের পেছনে ৫৭টি ক্যাচ ও ১০টি স্টাম্প আছে মুশফিকের।

খেলোয়াড় হিসেবে বিপিএলের শিরোপার স্বাদ পাননি মুশফিক। একবার ফাইনাল খেললেও রানার্স-আপ হয়ে সন্তুস্ট থাকতে হয় তাকে।

মুশফিকের পর বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ ম্যাচ খেলেছেন ওপেনার এনামুল হক বিজয়। তৃতীয় সর্বোচ্চ ৯৫ ম্যাচ খেলেছেন এবারের আসরে সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

গেল বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন মুশফিক। দেশের হয়ে ১০২টি টি-টোয়েন্টিতে ১৫০০ রান আছে তার। সব মিলিয়ে ২৪৫টি টি-টোয়েন্টিতে ৫০৮১ রান করেছেন মুশফিক।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank