বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তরুণ টাইগারদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছেন সিডন্স 

স্পোর্টস ডেস্ক

১৯:৪১, ২২ জানুয়ারি ২০২২

৪৬৩

তরুণ টাইগারদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছেন সিডন্স 

একসময় জাতীয় দলের প্রধান কোচ ছিলেন জেমি সিডন্স। তার অধীনেই বেড়ে উঠেছেন সাকিব, মুশফিক ও তামিমরা। এবার ঢাকায় আসছেন ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিয়ে। আর কিছুদিন পরেই আসবেন বাংলাদেশে। তার আগে ভিসা হাতে পেতেই জানিয়েছেন নিজের উচ্ছাস।  

এক বার্তায় জেমি সিডন্স বলেন, ‘বাংলাদেশে আগেও কাজ করেছি, তখন দারুণ সময় কেটেছে। এবারও খুব ভালো সময় কাটবে বলে আশা করছি। বাংলাদেশে তরুণ প্রতিভাবান ব্যাটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। বিশেষ করে যারা জাতীয় দলে খেলছে এবং জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামে আছে।’ 

যদিও এখনো সিডন্সের দায়িত্ব ঠিক করে দেয়নি বিসিবি। তবে ধারণা করা হচ্ছে গোটা দেশের প্রতিভাবান ব্যাটারদের নিয়ে কাজ করবেন এই কোচ। সেভাবেই তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। অস্ট্রেলিয়ান এই কোচ বলেন, ‘জুনিয়র ক্রিকেটারদের মান বাড়ানোয় সাহায্য করা আমার পছন্দ। জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে কাজ করবো। পাশাপাশি তরুণ নিয়েও কাজ করবো। তবে আমি শতভাগ নিশ্চিত নই অধিকাংশ সময় কাদের সঙ্গে কাটাবো। এটা নিশ্চিত যে প্রতিভাবানদের নিয়েই কাজ করবো।’ 

এই মাসের শেষদিকে বাংলাদেশে আসবেন তিনি। সিডন্স বলেন, ‘বাংলাদেশের ভিসা পেয়ে গেছি, আমার পরবর্তী কোচিং অধ্যায় হবে সেখানে। আশা করছি দুই বছর কাজ করবো। অক্টোবরে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ায় ফিরে আসবো।’ 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank