বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রস্তুতি ম্যাচেও নেই মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক

১৫:০০, ১২ অক্টোবর ২০২১

৫১৩

প্রস্তুতি ম্যাচেও নেই মাহমুদউল্লাহ রিয়াদ

চোটের কারণে দুঃসংবাদ পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের কান্ডারি মাহমুদউল্লাহ রিয়াদ। আইসিসির প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার (১২ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন না তিনি। বিসিবির নির্বাচক হাবিবুল বাশারের বরাতে এ খবর দিয়েছে ক্রিকেট বিষয়ক সাইট ক্রিকেইনফো।

ইনজুরির কারণে গত শুক্রবার (৮ অক্টোবর) ওমান 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও খেলেননি তিনি। দ্রুত ইনজুরি কাটিয়ে উঠতে তাকে বর্তমানে বিশ্রামে রাখা হয়েছে।

এদিকে হাবিবুল বাশার জানিয়েছেন, বিশ্বকাপে তাকে (মাহমুদউল্লাহ) টানা ম্যাচ খেলতে হবে। আর তাই আমরা কোনো বাড়তি রিস্ক নিতে চাইনি। আর সে কারণেই আজকের ম্যাচে তাকে দলের বাইরে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশাবাদী যে, খুব দ্রুতই সে পুরোপুরি সেরে উঠবে। কারণ সে লড়াকু খেলোয়াড়।

রিয়াদের অনুপস্থিতিতে ওমান 'এ' দলের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেন লিটন কুমার দাস। আজকের ম্যাচেও নেতৃত্বে থাকবেন উইকেটকিপার এই ব্যাটসম্যান। আল আমিরাত স্টেডিয়ামে সে ম্যাচে স্বাগতিকদের বড় ব্যবধানে উড়িয়ে দেয় টাইগার বাহিনী। ৬০ রানের বড় জয় পায় লিটনরা।

জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ডোমিঙ্গোর শিষ্যরা। ১৫ অক্টোবর আবারও ওমানে ফিরবে বাংলাদেশ দল। ১৭ অক্টোবর থেকে শুরু টাইগারদের বিশ্বকাপ বাছাই মিশন।

প্রথম রাউন্ডে টাইগারদের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। ‌'বি‌' গ্রুপের অন্য দুই দল স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। প্রথম রাউন্ডে সেরা দুই দলের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে সুপার-১২'র টিকিট। বাংলাদেশের সব ম্যাচ মাঠে গড়াবে ওমানে। বাছাইপর্ব উতরে যেতে পারলে মূল পর্বে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ডকে। এ ছাড়া বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গেও খেলতে হবে টাইগারদের।

এদিকে আইপিএলে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফায়ার রাউন্ডে পৌঁছে যাওয়া শ্রীলংকার বিপক্ষে থাকছেন না তিনিও। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank