শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবারের অলিম্পিকে লড়ছেন ৩০ সহোদর

স্পোর্টস ডেস্ক

১৫:৪৫, ২৯ জুলাই ২০২১

আপডেট: ১৫:৫০, ২৯ জুলাই ২০২১

৪৯৫

এবারের অলিম্পিকে লড়ছেন ৩০ সহোদর

ব্রিটিশ যুগল বোন জেনিফার এবং জেসিকা গাদিরোভা
ব্রিটিশ যুগল বোন জেনিফার এবং জেসিকা গাদিরোভা

নানা কারণেই ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’ উপাধি দেয়া হয় অলিম্পিককে। সবচেয়ে বেশি ক্রীড়াবিদের অংশগ্রহণ ও বৈচিত্রময় সব ইভেন্ট তো আছেই, সাথে আরও অনেক কিছুই আলাদা করে তোলে এটিকে। এই যেমন টোকিও অলিম্পিকেই লড়ছেন ৩০ সহোদর। অন্য কোন ক্রীড়া আসরে এমন দৃশ্য নিশ্চয়ই দেখা যায় না। 

ইতোমধ্যে জাপানের ভাই-বোন আবে হুফিমি এবং আবে উটা জুডোতে তাদের নিজ নিজ ফাইনালে একই দিন স্বর্ণপদক জিতে নিয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) রোবিংয়ের পুরুষ দ্বৈতে সোনা জিতেছেন ক্রোয়েশিয়ান দুই ভাই মার্টিন সিনকোভিচ এবং ভ্যালেন্ট সিনকোভিচ।

এদিকে টোকিও অলিম্পিকে এমন সহদোরদের অংশগ্রহণ সবচেয়ে বেশি দেখা গেছে গ্রেট ব্রিটেন (৯) ও মার্কিন যুক্তরাষ্ট্র (৭) থেকে । 

ব্রিটিশ যুগল বোন জেনিফার এবং জেসিকা গাদিরোভা ইতোমধ্যে মহিলা জিমন্যাস্টিকস দলের হয়ে ব্রোঞ্জ জিতেছে। তারা আবার লড়েছে ইতালি ও নেদারল্যান্ডসের দুই জমজ জুটির বিপরীতে।এদিকে রিদমিক জিমন্যাস্টে অংশ নিচ্ছে রাশিয়ান জমজ বোন। 

ক্রোয়েশিয়ার আরও দুজন সহোদর ভাই আছেন যারা নৌ প্রতিযোগিতায় অংশ নেবেন তুর্কী ভাই-বোন জুটির বিপক্ষে। 

পুলের বিভিন্ন ইভেন্টেও দেখা যাবে এমন সহোদর জুটিদের। সিনক্রোনাইজড সাতারে লড়াই করবেন ফরাসি জমজ বোন ও অস্ট্রেলিয়ান দুই বোন।  

স্পেনের পুরুষদের বাস্কেটবল দলে আছে একজোড়া ভাই পাউ এবং মার্ক গ্যাসোলের। যারা তিনটি এনবিএ শিরোপা জিতেছেন একসাথে। এছাড়া ট্রায়াথলোনে (সাতার, দৌড় ও সাইক্লিং) স্ব স্ব ইভেন্টে অংশ নেবেন নিউজিল্যান্ডের দুই ভাই এবং বোন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank