শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশের শততম টি-টোয়েন্টি: টসে জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

১৬:১২, ২২ জুলাই ২০২১

আপডেট: ১৭:০২, ২২ জুলাই ২০২১

৫৫৮

বাংলাদেশের শততম টি-টোয়েন্টি: টসে জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

শততম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামছে বাংলাদেশ। দেশের ক্রিকেটের স্মরণীয় এই দিনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। 

সিরিজটি ২৩ জুলাই শুরু হওয়ার কথা থাকলেও ফ্লাইট জটিলতার কারণে সেটি বৃহস্পতিবার (২২ জুলাই) শুরু হচ্ছে। 

পায়ের চোটে দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তামিম ইকবালকে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ তো বটেই এই ওপেনারকে মাঠে দেখা যাবে না অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠেও। 

এদিকে লিটন দাসের সাথে ওপেন করতে দেখা যাবে নাঈম শেখকে। ঢাকা প্রিমিয়ার লিগে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে খেলে দলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান। এছাড়া দলে আছেন শেখ মেহেদি। 

বাংলাদেশ একাদশ: 

নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, মো. সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। 

জিম্বাবুয়ে একাদশ:

তাডিনাশে মারুমানি, ডিওন মায়ার্স, তারিশাই মুসাকান্দা, ওয়েসলে মাধেভেরে, রেগিস চাকাভা, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ওয়েলিং মাসাকাদজা, লুক জঙওয়ে, , ব্লেসিং মুজারাবানি এবং রিচার্ড গারাভা।

 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank