শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিজেদের শততম টি-টোয়েন্টি ম্যাচে জয় চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

০৯:২৪, ২২ জুলাই ২০২১

আপডেট: ১০:৩৯, ২২ জুলাই ২০২১

৫০১

নিজেদের শততম টি-টোয়েন্টি ম্যাচে জয় চায় বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জুলাই) সে ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই  হারারে স্পোর্টস ক্লাবে  তিন ম্যাচ সিরিজের  প্রথম  টি-টোয়েন্টিতে স্বাগতিকদের  বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে চারটায়। গাজি টিভি ও টি স্পোর্টস  সরাসরি তা সম্প্রচার করবে।

কাকতালীয়ভাবে টি-২০ ফমের্টে বাংলাদেশে  তাদের প্রথম ম্যাচটি খেলেছিল  এইি জিম্বাবুয়ের  বিপক্ষে।  ২০০৬ সালে  শাহরিয়ার নাফিসের  নেতৃত্বে  ম্যাচটি ৪৩ রানে জিতেছিল  বাংলাদেশ।  ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মাশরাফি  বিন মর্তুজা।

জিম্বাবুয়ে দলের দুই খেলোয়াড় ব্রেন্ডন টেইলর ও সন উইলিয়ামস বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের অংশ ছিলেন।

এ বছর বাংলাদেশ দল এ ফর্মেটে এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। তিনটিই  নিউজিল্যান্ড  সফরে  এবং তিনটিতেই পরাজিত হয়েছে টাইগাররা। শততম  ম্যাচটি  সংক্ষিপ্ত ভার্সনে এ বছর  পরাজয়ের বৃত্ত থেকে এসে  জয়ের ধারায় ফেরার একটি সুযোগ হতে পারে টাইগারদের জন্য।

সফরে ইতোমধ্যেই একমাত্র টেস্ট জয়ের পর  তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে  নিজেদের  একক প্রাধান্যের  প্রমান দিয়েছে বাংলাদেশ।

এই নিয়ে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ছয় বার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের মাটিতে প্রথম হোয়াইটওয়াশ। সর্বশেষ দুই সফরে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা।

তবে টি-টোয়েন্টি সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে বদ্ধ পরিকর বাংলাদেশ দল। এই তিন ম্যাচে জয়ী হতে পারলে  জিম্বাবুয়ে সফরে  প্রথমবার  শতভাগ জয় নিয়ে দেশে ফিরবে টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনেও এগিয়ে থাকলেও টি-টোয়েন্টিতে  বাংলাদেশ দলের রেকর্ড খুব একটা ভাল নয়।

টি-২০ ক্রিকেটে এ পর্যন্ত জিম্বাবুয়ে-বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৩ বার। যার মধ্যে বাংলাদেশের ৯ জয়, পরাজয় ৪টি। সর্বশেষ ২০১৩ সালে  বাংলাদেশ সফরে দুই ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে শেষ করেছিল জিম্বাবুয়ে।

এ পর্যন্ত খেলা ৯৯টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় মাত্র ৩২ এবং পরাজয় ৬৫টিতে।  বাকি দুই ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

বাংলাদেশ দল:  মাহমুদুল্লাহ রিয়াদ(অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, আমিনুল আসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল  ইসলাম।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank