শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৮ বছরের ট্রফি খরা কাটাতে মাঠে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

০০:২০, ১৫ জুন ২০২১

আপডেট: ০৯:৪৩, ১৫ জুন ২০২১

৪১২

২৮ বছরের ট্রফি খরা কাটাতে মাঠে নামছে আর্জেন্টিনা

লিওনেল মেসি
লিওনেল মেসি

২৮ বছরের ট্রফি খরা কাটাতে আর কিছুক্ষণ পর মাঠে নামছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের ম্যাচে তারা মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার আরেক শক্তিশালী দল চিলির। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হবে এ ম্যাচ।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভালো ফর্মে নেই আর্জেন্টিনা। কোপা আমেরিকায় ২৮ বছরের শিরোপা খড়া কাটানোর মিশনে নামার আগে বিশ্বকাপ বাছাইপর্বের টানা দুই ম্যাচেই পয়েন্ট হারিয়েছে আলবিসেলেস্তারা। আর শুরুতেই শক্তিশালী চিলির মুখোমুখি হচ্ছে তারা।

কোপা আমেরিকার একশ বছর পুর্তী উপলক্ষে ২০১৬'তে আয়োজিত বিশেষ আসরের ফাইনালে চিলির কাছে হেরেই আর্জেন্টিনার ট্রফি জয়ের স্বপ্নের মৃত্যু ঘটে। আকাশি-সাদাদের সামনে এবারের আসরের প্রথম ম্যাচেই তাই থাকছে মধুর প্রতিশোধ নেয়ার সুযোগ।

অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ের ৬ ম্যাচে চিলির জয় মাত্র একটি। ১০ দলের মধ্যে তাদের অবস্থান টেবিলের ৭ নাম্বারে। তবে কোপার ঠিক আগে আর্জেন্টিনার মাঠ থেকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এক পয়েন্ট নিয়ে ফেরা চিলিকে আত্মবিশ্বাস যোগাবে। 

কোপা আমেরিকার ট্রফি জয়ের হিসেবে আর্জেন্টিনার ধারেকাছেও নেই চিলি। তবে সাম্প্রতিক সময়ে চিলি-আর্জেন্টিনা দ্বৈরথ বিভিন্ন উত্তেজনার জন্ম দেয়। কোপায় দুই দলের শেষ দেখায় চিলির ডিফেন্ডার গ্যারি মেডেলের সাথে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিওনেল মেসি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank