বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সালাহর জোড়া গোল, উড়ছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক

১১:০৬, ২ ডিসেম্বর ২০২১

আপডেট: ১২:৩০, ২ ডিসেম্বর ২০২১

৪৭০

সালাহর জোড়া গোল, উড়ছে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের জালে চার গোল দেওয়াকে যেন অভ্যাস বানিয়ে ফেলছে লিভারপুল। বুধবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের বিপক্ষে ৪-১ গোলের সহজ জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। একাই জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ।

এর আগে লিগে শেষ দুই ম্যাচে আর্সেনাল ও সাউদাম্পটনকে ৪-০ গোলে হারিয়েছিল অলরেডরা। টানা তিন ম্যাচে হালি গোল দিয়ে অন্যরকম এক হ্যাটট্রিকই করে ফেললো তারা।

প্রতিপক্ষের মাঠে মাত্র ১৯ মিনিটেই দলটি জর্ডান হেন্ডারসন আর মোহামেদ সালাহর লক্ষ্যভেদে ২ গোলে এগিয়ে যায় লিভারপুল। ৩৮ মিনিটে দলটি একটি গোল অবশ্য হজম করেছিল। তবে ম্যাচের বাকি অংশে দলটি প্রতিপক্ষকে আর কোনো সুযোগই দেয়নি লিভারপুল। 

২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া অল রেডরা দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে। ৬৪ মিনিটে গোল করেন সালাহ, আর ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে লক্ষ্যভেদ করেন আগের ম্যাচে জোড়া গোল করা ডিয়েগো জোটা। 

তাতেই ৪-১ গোলের জয়, আর টানা তিন ম্যাচে দলটি প্রতিপক্ষের জালে চার গোল জড়ানোর কীর্তি গড়ে ফেলে। এর আগে শেষ দুই ম্যাচে আর্সেনাল আর সাউদাম্পটনকে ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুল। 

কীর্তি অবশ্য আরও দুটো গড়ে ফেলেছে লিভারপুল। ৩৯ বছরে নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে এর চেয়ে বড় জয় পায়নি দলটি। গতকাল রাতেরটাই বৃহত্তম। আর এ নিয়ে টানা ১৮ ম্যাচে প্রতিপক্ষের জালে কমপক্ষে দুই গোল করার কীর্তি গড়ল দলটি।  

এমন কীর্তির পরও অবশ্য দলটি আছে পয়েন্ট তালিকার তিনে। ১৪ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট অর্জন করেছে দলটি। 

দিনের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর চেলসি ২-১ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। শীর্ষ তিন দলের জয়ের ফলে পয়েন্ট তালিকায় কোনো হেরফের আসেনি। ১৪ ম্যাচে যথাক্রমে ৩৩ ও ৩২ পয়েন্ট নিয়ে চেলসি ও ম্যানচেস্টার সিটি আছে তালিকার শীর্ষ দুই অবস্থানে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank