শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লা লিগা ছেড়ে প্রিমিয়ার লিগে খেলবে রিয়াল মাদ্রিদ!

স্পোর্টস ডেস্ক

১৬:০১, ১৪ আগস্ট ২০২১

আপডেট: ২৩:৪৬, ১৪ আগস্ট ২০২১

৪৯৪

লা লিগা ছেড়ে প্রিমিয়ার লিগে খেলবে রিয়াল মাদ্রিদ!

স্প্যানিশ লা লিগার সবচেয়ে জনপ্রিয় দুই দলের একটি রিয়াল মাদ্রিদ। ঐতিহ্যবাহী সে ক্লাবটিই কিনা যোগ দিতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগে! 

এমনটাই কিন্তু দাবি করেছে স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভো।  কাতালান নিউজ আউটলেটটি বলছে, প্রিমিয়ার লিগে যাওয়ার সম্ভাব্যতা যাচাই করছেন রিয়াল মাদ্রিদ প্রসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। 

বেশ কিছুদিন ধরেই লা লিগা সভাপতি জাভিয়ের তাবেসের সঙ্গে সমস্যা চলছে পেরেজের। এরমধ্যে সিভিসির সঙ্গে চুক্তি নিয়ে সেটা আরও চরমে উঠছে। তারপর থেকেই নাকি প্রিমিয়ার লিগের বিষয় মাথায় ঢুকেছে রিয়াল সভাপতির মাথায়। 

পেরেজ চেয়েছিলেন ইউরোপের বড় ক্লাবগুলো মিলে ইউরোপিয়ান সুপার লিগ তৈরি করতে। কিন্তু উয়েফা ও লিগ কর্তৃপক্ষের চাপের মুখে সেটা হয়নি। এরপর সিভিসির চুক্তির বিরোধিতা করলেও বার্সা ও রিয়াল ছাড়া অন্যদের ভোটে তা পাশ হয়ে যায়৷ ফলে এখন টিভি সম্প্রচার সত্তের ১০ শতাংশ চলে যাবে সিভিসির কাছে। 

এ বিষয়ে লা লিগা সভাপতি তাবেসের কাছে জানতে চাইলে নাকি 'যত্তসব' বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank