শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আইপিএল শুরুর চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট

১৫:২৯, ৭ মার্চ ২০২১

৪৩৬

আইপিএল শুরুর চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা

৯ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল।
৯ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল।

আগামী ৯ এপ্রিল চেন্নাইতে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হবে আপিএলের ১৪তম আসর। রবিবার (৭ মার্চ) ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে দলগুলোকে পাঠানো ই-মেইলে এই তথ্য জানানো হয়। 

ই-মেইলে আরও জানানো হয়- আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই, কলকাতায় এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 

সম্প্রতি ভারত-ইংল্যান্ড সিরিজে শেষ দুই ম্যাচ আয়োজন করা নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামেই প্লে-অফ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৫, ২৬, ২৮ মে। আর ফাইনালও একই ভেন্যুতে ৩০ মে আয়োজিত হবে। 

বিসিসিআই’র পক্ষ থেকে জানানো হয়েছে, ছয় ভেন্যুর যে কোন চারটিতে খেলা পড়বে একটি দলের। গ্রুপ পর্বের ৫৬ ম্যাচের মধ্যে চেন্নাই, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরুতে হবে ১০টি করে ম্যাচ এবং দিল্লি ও আহমেদাবাদে হবে ৮টি করে। 

গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হবে ২৩ মে। সূচি এমনভাবে ঠিক করা হয়েছে যাতে কোন দলকে মাত্র তিনবারই ভ্রমণ করা লাগে।   
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank