শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আহমেদাবাদের পিচ নিয়ে ব্যাঙ্গ করেই চলেছেন মাইকেল ভন

স্পোর্টস করেসপন্ডেন্ট

১৭:২৮, ৩ মার্চ ২০২১

আপডেট: ১৭:৩৫, ৩ মার্চ ২০২১

৩৯৯

আহমেদাবাদের পিচ নিয়ে ব্যাঙ্গ করেই চলেছেন মাইকেল ভন

মাটি খোঁড়া সেই ‘উইকেট’ এ দাঁড়িয়ে ব্যাঙ্গাত্মক পিচ রিপোর্ট বলেন মাইকেল ভন।
মাটি খোঁড়া সেই ‘উইকেট’ এ দাঁড়িয়ে ব্যাঙ্গাত্মক পিচ রিপোর্ট বলেন মাইকেল ভন।

ভারত-ইংল্যান্ড সিরিজের আহমেদাবাদ টেস্টের পিচ নিয়ে আলোচনার যেনো শেষ নেই। একদল আরেকদলকে তোপ দেগে চলেছেন সমানে। স্পিন সহায়ক উইকেট বানানোয় ভারতীয় ক্রিকেটার রোহিম শার্মা ও রবিচন্দ্রন অশ্বিন সমর্থন দিয়ে যাচ্ছেন কিউরেটরকে। অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে অভিযোগ তুলে যাচ্ছেন জো রুট। 

ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টটি মাত্র দু’দিনেই শেষ হয়ে যায়। ৩০ উইকেটের মধ্যে ২৮টিই নেন স্পিনাররা। তারমাঝে দ্বিতীয় দিনেই পড়ে শেষ ১৭ উইকেট। ম্যাচটি জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত। তারপর থেকে পিচ নিয়ে সমালোচনায় মেতে ওঠে অনেকেই। 

দুই মোড়লের পক্ষে-বিপক্ষে দাঁড়াচ্ছেন অনেক ক্রিকেটারই। জেক লিচ-আক্সার প্যাটেলের ঘূর্ণি দেখে এই পিচের লোভে পড়ে গেছেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন। জানিয়েছেন, আহমেদাবাদের কিউরেটরকে তিনি সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দায়িত্ব দিতে চান। 

সে বিতর্কের আগুনে এবার তুষ ঢাললেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। নিজের বাড়ির পিছনে মাটি কেটে পিচের মতো বানিয়ে সামাজিক মাধ্যমে পোস্টে ব্যাঙ্গ করে লেখেন ‘চতুর্থ টেস্টের জন্য প্রস্তুতি চলছে’। 

এতেই ক্ষান্ত হননি মাইকেল ভন। বুধবার (৩ মার্চ) সেই এবড়োথেবড়ো ‘উইকেট’ এ দাঁড়িয়ে শোনালেন পিচ রিপোর্ট। ব্যাঙ্গাত্মক সেই পিচ রিপোর্ট নিয়ে নেটিজেনে শুরু হয়েছে হাসির রোল। যেখানে ভনকে বলতে শোনা যায় ‘এই পিচটিতে কয়েক ম্যাচ খেলা হলেও আজ আরো ভালো অবস্থায় দেখা যাচ্ছে। বল যেখানেই পড়ুক মাথার উপর দিয়ে যাবে। টসে জিতুক বা হারুক আলাদা কোন পার্থক্য থাকবেনা কারণ মাত্র কয়েক ঘন্টাই খেলা হবে এই পিচে’।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank