বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ফিরতে পারেন ফার্গুসন

স্পোর্টস করেসপন্ডেন্ট

১৪:৪৩, ২ মার্চ ২০২১

৬০২

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ফিরতে পারেন ফার্গুসন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা ২১ রানে ৫ উইকেট নিয়েছেন লকি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা ২১ রানে ৫ উইকেট নিয়েছেন লকি

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পেসার লকি ফার্গুসনকে পাওয়ার আশা করছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। গত বছরের ডিসেম্বর থেকে মেরুদন্ডের ব্যথা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন এই পেসার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা ২১ রানে ৫ উইকেট নিয়েছেন ফার্গুসন।

বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এই পেসার। বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে যোগ দেয়ার আগে ঘরোয়া করেকটি ম্যাচ খেলবেন ফার্গুসন। সেখানে তার অবস্থা যাচাই করে জাতীয় দলে বিবেচনা করা হবে ।

ফার্গুসন প্রসঙ্গে গ্যারি স্টিড বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর আমরা বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড নিয়ে বসবো। সেখানে লকি’র বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ভালো দিক হলো-ফার্গুসন শারিরীকভাবে শক্তিশালী। আশা করছি পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে সে খুব জলদি ফিরে আসবে।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank